একনজরে বিগত কয়েটা বিসিএস পরীক্ষার পরিসংখ্যান

[★★] বিগত কয়েটা বিসিএসের পরিসংখ্যান

পিএসসি সূত্রে জানা যায়, 

★ ৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী। সার্কুলারে পদ ছিল ২০২৪ টি । পদের বিপরীতে প্রার্থী ১৯৩ জন।

★ ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। সার্কুলারে পদ ছিল ১৯০৩। পদের বিপরীতে প্রার্থী ২১৭জন।

★ ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। সার্কুলারে পদ ছিল ২১৬৬। পদের বিপরীতে প্রার্থী ২২০ জন।

★ ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। সার্কুলারে পদ ছিল ১৮১৪। পদের বিপরীতে প্রার্থী ২৪০ জন।

★ ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সার্কুলারে পদ ছিল ১৭১০। পদের বিপরীতে প্রার্থী ২০৫ জন।

★ ৪৫ তম বিসিএস এ আবেদন পড়েছিল ৩ লাখ ১৮ হাজার। সার্কুলারে পদ ছিল ২৩০৯। পদের বিপরীতে প্রার্থী ১৩৮ জন।

★ ৪৬ বিসিএস এ আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৫ হাজার। সার্কুলারে পদ আছে ৩১৪০। পদের বিপরীতে প্রার্থী ১০৪ জন।

[★★] বি. দ্র: ৩৯ ও ৪২ তম বিসিএস বিশেষ বিসিএস ছিল।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!