আলিমদের দলাদলির চিত্র: প্রেক্ষিত বাংলাদেশ
আলিমদের দলাদলির চিত্র: প্রেক্ষিত বাংলাদেশ লেখক: ড. আহমদ আলী আমার জানা মতে, বাংলাদেশের আলিমগণ প্রধানত ছয়টি ধারায় বিভক্ত: ক. দেওবন্দী ধারা: এটি বাংলাদেশের আলিমগণের বৃহত্তর ধারা। এ ধারার আলিমগণ ভারতের দারুল উলুম দেওবন্দের মতাদর্শে বিশ্বাসী। তাঁরা আকীদায় আশ‘আরী ও মাতুরিদী চিন্তাধারার অনুসারী, ইলমুল কালাম (যুক্তিমিশ্রিত ও ব্যাখ্যানির্ভর ধর্মতত্ত্ব)-এর সমর্থক; ফিকহের ক্ষেত্রে হানাফী মাযহাবের মুকাল্লিদ ও …