বৃত্ত কেন ৩৬০° হয় ? (ব্যাখ্যাসহ)

বৃত্ত কেনো ৩৬০ ডিগ্রি এই নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে।

 এই ব্যাখ্যাটি ব্যাবিলনদের থেকে এসেছে , এটা অনেকটা জোতির্বিজ্ঞানের এর সাথে সম্পর্কিত। আমরা জানি ইংরেজীতে মাস কে Month বলা হয় , এর সাথে Moon বা চাদের একটা সম্পর্ক আছে। আবার সপ্তাহের একটা দিন Monday, বাংলাতে আমরা সোমবার বলি। সোম মানেও কিন্তু চাঁদ। তারা হিসাব করেছিলো , চাঁদ একদশা থেকে পুনরায় ঐ দশা তে ফিরে আসতে ৩০ দিন বা একমাস সময় লাগে। অর্থাৎ পূর্ণিমা থেকে আবার পূর্ণিমা তে আসতে ৩০ দিন লাগে।

তারা এটাও খেয়াল করেছিলো একটা ঋতু পুনরায় ফেরত আসে ১২ মাস পর। সুতরাং তাদের কাছে একটা বছর ছিলো ৩০X১২= ৩৬০ দিনে। আগেকার ক্যালেন্ডারও ছিলো ৩৬০ দিনের।এই যে চক্র, এটা কে একটা বৃত্তের সাথে তুলনা করা যায়। আর আর প্রতিটা দিন কে একেকটা ডিগ্রি বা এঙ্গেলের হিসাবে কল্পনা করা যায়। তাহলে একটা বৃত্ত = ৩৬০ ডিগ্রি হচ্ছে।

আবার, আমরা যদি একটা বৃত্তের উলম্ব এবং অনুভূমি বরাবর রেখা টানি তাহলে ৪ টা সমকোণ পাবো।

 ১ সমকোণ = ৯০ ডিগ্রি। সুতরাং ৪ সমকোণ = ৩৬০

ডিগ্রি।

সর্বশেষ যে ব্যাখ্যা সেটা হলো-

একটা ত্রিভূজের তিনটা কোণ থাকে। সমবাহূ ত্রিভূজের প্রতিটা কোণের পরিমাপ ৬০ ডিগ্রি করে। যদি ত্রিভূজ দিয়ে একটা বৃত্ত কে কভার করতে চায় ,তাহলে ৬ টা ত্রিভূজ লাগে। আর বৃত্তের ভিতর অবস্থিত কোণ গুলোর সমষ্টি ৩৬০ ডিগ্রি। নিচের চিত্রটা খেয়াল করলেই বুঝতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!