রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে।
(১) রম্বসের সকল বাহু সমান হয়।
(২) রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
(৩) রম্বসের একটি কোণও সমকোণ নয়।
(৪) রম্বসের কর্ণদ্বয় অসমান।
(৫) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
(৬) রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ২ সমকোণ বা ১৮০°।
(৭) রম্বসের কর্ণদ্বয় সমান হলে উহা একটি বর্গ হবে।
(৮) রম্বস একটি সামন্তরিক।