একনজরে চতুর্ভুজ

চতুর্ভুজ: চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে।

(১) চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। (৩৬০°)

(২) চতুর্ভুজের কর্ণ দ্বারা চতুর্ভুজক্ষেত্রটি দুইটি ত্রিভুজক্ষেত্রে বিভক্ত হয়।

(৩) দুইটি সদৃশ চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।

(৪) চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে।

(৫) চতুর্ভুজের দুইটি কর্ণ আছে।

(৬) কর্ণদ্বয়ের সমষ্টি উহার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম/ক্ষুদ্রতর এবং কর্ণদ্বয়ের সমষ্টি অর্ধ-পরিসীমা অপেক্ষা বৃহত্তম/বৃহত্তর।

(৭) চতুর্ভুজ ছয় প্রকার।যথা:

1.আয়তক্ষেত্র

2.বর্গক্ষেত্র

3.রম্বস

4.সামান্তরিক

5.ট্রাপিজিয়াম

6.কাইট

(৮) আয়তক্ষেত্র,বর্গক্ষেত্র ও রম্বস প্রত্যেকটিই সামান্তরিক কিন্তু ট্রাপিজিয়াম সামান্তরিক নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!