একনজরে ঘনক

সংজ্ঞা: যে ঘনবস্তুর ছয়টি সমতল এবং দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে।

সংজ্ঞা: যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলগুলো বর্গক্ষেত্র তাকে ঘনক বলা হয়।

(১) বর্গাকার তলগুলোকে ঘনকের পৃষ্ঠতল বলে।

(২) ঘনকের তলগুলো পরস্পর সর্বসম বর্গক্ষেত্র।

(৩) ঘনকের পরস্পর সর্বসম ছয়টি বর্গাকার পৃষ্ঠতল থাকে।

(৪) একটি ঘনকের ৬টি বর্গাকার সর্বসম পৃষ্ঠতল রয়েছে।

(৫) একটি ঘনকের ১২টি সমান দৈর্ঘ্যের ধার বা প্রান্তকী বা বাহু রয়েছে।

(৬) একটি ঘনকের ৮টি শীর্ষবিন্দু ও ৮টি শীর্ষকোণ রয়েছে।

(৭) ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান। 

(৮) একটি ঘনক বা ঘনবস্তুর ৩টি মাত্রা(dimension) আছে/ থাকে।

যথা: দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা (বেধ)। এজন্য বলা হয় 3D বস্তু।

(৯) একটি ঘনক বা ঘনবস্তুর মোট ২৪টি সমকোণ থাকে। ( প্রতি তলে ৪টি করে ৬টি তলে ৬×৪ = ২৪টি সমকোণ )।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!