বিভিন্ন সময় ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগের ভিত্তিতে হ্যাকার চক্র গ্রেফতার হলেও ব্যবহারকারীদের আইডির নিরাপত্তার জন্য কিছু পরামর্শ দিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার নাগরিকদের ফেসবুক আইডি নিরাপদ রাখতে কিছু পরামর্শ দিয়েছেন। যা অনুসরণ করলে ব্যবহারকারীরা তাদের আইডি সুরক্ষিত রাখতে পারবে।
★★ ডিবির এই কর্মকর্তা নিম্নলিখিত ৭ টি নির্দেশনার কথা বলেন:
(১) যাচাই না করে কোনও ধরনের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
(২) কোনও লিংকে ক্লিক করার পর কোনও ফেসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেসবুক আইডি/ পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকুন।
(৪) Authorized logins অপশন চেক করুন।
(৩) আপনার ফেসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল এড্রেস যোগ করে রাখুন।
(৫) ফেসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডি ও কথোপকথন রাখা থেকে বিরত থাকুন।
(৬) মোবাইলে আসা নোটিফিকেশনে Yes/No ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নিন।
(৭) ফেসবুকে তিন থেকে পাঁচ জন ট্রাস্টেড কনটাক্ট যোগ করুন।