ফেসবুকের পোস্ট ও নোট স্থানান্তর করবেন যেভাবে

আপনার ফেসবুকের পোস্ট,নোট, ছবি ও ভিডিও স্থানান্তর করার জন্য ফেসবুক গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে স্থানান্তর করার সুবিধা দেয়। এ ছাড়াও ব্যবহারকারী ফেসবুককে যেসব তথ্য দেন, তার কপি চাইলেও ডাউনলোড করে নিতে পারেন।

★★ আপনার ফেসবুকের পোস্ট,নোট, ছবি ও ভিডিও স্থানান্তর করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–

১. প্রথমেই ফেসবুক ওপেন করুন এবং “Settings and Privacy” অপশনে যান। এরপর “Settings” অপশনে চাপ দিন।

২. তারপর “Your information” অপশনে ক্লিক করুন। এবার “Transfer a copy of your information” অপশনে ক্লিক করতে হবে।

এখন আপনি ছবি ভিডিও পোস্ট নোট থেকে কী ট্রান্সফার করতে চান সেটি বাছাই করুন। নিচের ছবিতে পোস্ট নিয়ে দেখানো হলো।

৩. এই ধাপে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার পর পোস্ট, ফটো, ভিডিও কিংবা ফাইলের মধ্যে যা স্থানান্তর করতে চান সেগুলো সিলেক্ট করুন।

৪. এরপর আপনার ডাটা কোন প্ল্যাটফর্মে স্থানান্তর করতে চান সেটি বাছাই করতে হবে। আপনি গুগল ড্রাইভ, ড্রপবক্স এবং অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবার যে কোনোটি বাছাই করতে পারবেন।

৫. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সবশেষে “Next”’ অপশন চাপ দিন। ডাটা স্থানান্তর হয়ে গেলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!