আপনার ফোনটি বৈধ না অবৈধ, তা যাচাই করুন সহজে(স্টেপ বাই স্টেপ)

বাংলাদেশে একটি মুঠোফোন বৈধ না অবৈধ, তা যাচাইয়ের সঠিক পদ্ধতি হলো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে।(যেমন: KYD 898937042596273) 16002 নম্বরে এসএমএস করতে হবে। একটি ফিরতি এসএমএস ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে হ্যান্ডসেটটি বৈধ না অবৈধ। মুঠোফোনের প্যাকেটে স্টিকারে (IMEI) আইএমইআই নম্বরটি থাকে। এছাড়াও *#06# ডায়াল করে আইএমইআই নম্বর জানা যায়।

নতুন বা পুরাতন মোবাইল ফোন কেনার আগে সংশ্লিষ্ট মোবাইল ফোন থেকে *#০৬# ডায়াল করে ১৫ অঙ্কের আইএমইআই নম্বর জেনে নিন।

★★ আইএমইআই (IMEI) এর পূর্ণরুপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রত্যেক মোবাইলে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাকে। যা মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে।প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা আইএমইআই নম্বর থাকে। এই নম্বর মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!