(১) মাল্টি প্লাগ এবং মাল্টি বোর্ড অথবা সাইড কানেকশনে থেকে ফ্রিজ চালানো যাবে না।
(২) বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশী থাকায় ফ্রিজের বডিতে ফোঁটা ফোঁটা পানি
জমতে পারে,শুকনো কাপড় দিয়ে তা মুছে নিন।
(৩) যখন দেখেন যে ফ্রিজে বিদ্যুতের লাইন পাচ্ছে না তখন প্রথমে যে বোর্ডের সকেট হতে ফ্রিজে লাইন দিয়েছেন সে সকেটে বিদ্যুত আছে কিনা চেক করুন আর যদি ফ্রিজের সাথে ভোল্টেজ স্টাবিলাইজার ব্যবহার করেন তাহলে ফ্রিজের প্লাগ স্টাবিলাইজার হতে খুলে সরাসরি বোর্ডের সকেটে লাগিয়ে দেখুন ফ্রিজে লাইন আসে কিনা।
(৪) বার বার ফ্রিজ খুলবেন আর বন্ধ করবেন না।
(৫) ডিপফ্রিজে বেশি বরফ জমতে দিবেন না।
(৬) ফ্রিজের ভেতরে পানি যাতায়াতের জন্য নলের ভেতরে একটি ছিদ্রের মতো ব্যবস্থা থাকে৷ আর সেটা দিয়ে পানি যাতায়াত না করতে পারলেই ভেতরে পানি জমে থাকে। এমনটা হলে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে, কোনো কারণে চিকন নলের ছিদ্রটি বন্ধ হয়ে বা আটকে গেছে। তাই পরিষ্কার করে নিন৷ প্রয়োজনে একটি চিকন ব্রাশ বা দাঁত ব্রাশও ব্যবহার করতে পারেন।
(৭) অতিরিক্ত খাবার, বিশেষ করে রান্না করা খাবার ফ্রিজে না রাখাই ভালো। এতে ফ্রিজের ভেতরে কেমন যেন গন্ধ হয়ে যায়। তাই নিয়মিত পরিষ্কার করুন। মাঝে মাঝে লেবুর পানি দিয়ে মুছেও নিতে পারেন, কিংবা একটি লেবুকে দুইভাগ করে কেটে ফ্রিজে দুইদিন রেখে দিতে পারেন। এতে দূর্গন্ধ, ব্যাকটেরিয়া দূর হয়ে ফ্রিজে লেবুর তাজা সুবাস ছড়াবে।মোটকথা ফ্রিজকে সচল রাখতে হলে একে অবশ্যই পরিষ্কার রাখতে হবে।
(৮) প্রতিদিন অন্তত ৩০মিনিট ফ্রিজ বন্ধ রাখুন। এতে ফ্রিজের বিশ্রাম হবে।
(৯) ফ্রিজের কনডেনসার (ফ্রিজ এর নিচের দিকে থাকে) সপ্তাহে একবার ভেজা কপড় দিয়ে পরিষ্কার করুন।
(১০) ফ্রিজের ডিফ্রোস্ট ড্রেইন মাসে এক বার পরিষ্কার করবেন।