একনজরে ফ্রিজের কিছু সমস্যা ও সমাধান

ফ্রিজের অনেক ছোট ছোট সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি। কিন্তু সঠিক তথ্য না জানায়

নিজের অজান্তেই সার্ভিসিং-এর জন্য অনেক টাকা খরচ করে ফেলি। আসুন নিজের কাজ নিজে করি; নিজের টাকা সাশ্রয় করি।

 আসুন জেনে নেয়া যাক কিছু সাধারণ সমস্যা ও তার সহজ  সমাধানঃ

(১) ফ্রিজ সারাক্ষণ জোরে জোরে শব্দ করলে:

আপনার ফ্রিজটি কি দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে? তাহলে দেয়াল থেকে কমপক্ষে ১০ সেন্টিমিটার দূরে

রাখুন। চেক করে নিন ডিপফ্রিজে বরফ জমে আছে কিনা। ফ্রিজের ক্যাপাসিটরের বেশি কাজ করা বা শক্তি খরচ করা থেকেও কিন্তু এই শব্দ হতে পারে।

(২) ফ্রিজ যথেষ্ট ঠান্ডা না হলে:

প্লাগ ঠিকঠাকমতো লাগানো আছে তো? তাহলে ফ্রিজের পেছনে ক্যাপাসিটরে দেখুন তো ধুলো বা বেশি ময়লা জমে আছে কিনা? তবে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। তাছাড়া ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হয় কিনা হালকাভাবে চাপ দিয়ে দেখুন। যদি না হয় তাহলে বুঝতে হবে এয়ারটাইট নয়।

(৩) ফ্রিজের দরজা ঠিকঠাক বন্ধ না হলে:

সাধারণত সীল ডিফেক্ট হলে দরজা ঠিকমতো বন্ধ হয় না। অনেক সময় ফ্রিজ খুব ভালো করে পরিষ্কার করার পর আবার ঠিকমতো দরজা লাগানো যায়। তারপরও যদি না হয়, তাহলে দারজা বদল করা দরকার। তবে আপনার ফ্রিজটি বেশি পুরনো হলে নতুন ফ্রিজ কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

(৪) ফ্রিজে পানি জমে থাকলে:

ফ্রিজের ভেতরে পানি যাতায়াতের জন্য নলের ভেতরে একটি ছিদ্রের মতো ব্যবস্থা থাকে৷ আর সেটা দিয়ে পানি যাতায়াত না করতে পারলেই ভেতরে পানি জমে থাকে। এমনটা হলে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে, কোনো কারণে চিকন নলের ছিদ্রটি বন্ধ হয়ে বা আটকে গেছে। তাই পরিষ্কার করে নিন৷ প্রয়োজনে একটি চিকন ব্রাশ বা দাঁত ব্রাশও ব্যবহার করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!