(১) শব্দ দূষণের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে।
(২) টিকটিকি একসঙ্গে ৩০টি ডিম পাড়ে।
(৩) মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
(৪) একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না।
(৫) বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন নোয়াখালীতে অবস্থিত।
(৬) নাট্যমঞ্চে ধোঁয়া তৈরি করার জন্য ব্যবহৃত হয়
কার্বন ডাই অক্সাইড।
(৭) আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
(৮) কাচ আসলে বালু থেকে তৈরি।
(৯) সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
(১০) আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
(১১) সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।
(১২) অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
(১৩) অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশি হাঙ্গর মারা পড়েছে।
(১৪) আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
(১৫) একটি রক্তকণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।