একনজরে সূচক

(১) সূচকীকরণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া, যা লেখা হয় bআকারে; যেখানে b কে বলা হয় ভিত্তি এবং n কে বলা হয় সূচক (exponent) বা শক্তি (power)।

যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সূচকীকরণ প্রক্রিয়া তখন ভিত্তির পুনরাবৃত্ত গুণফল বোঝায় । অর্থাৎ, bn হচ্ছে ভিত্তি b কে n সংখ্যক বার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তার সমান।

যেমন, bn = b × . . . × b (b, n সংখ্যক বার নিজে নিজে গুণ)

সূচকটি সাধারণত ভিত্তির ডান পাশে উপরে শীর্ষলিপি(superscript) হিসেবে বসে। সেক্ষেত্রে, bn কে n তম সূচকে/শক্তিতে উন্নীত b বা n এর সূচকে/শক্তিতে উন্নীত b বা b এর n তম সূচক/শক্তি” আর ইংলিশে b টু দ্য n” হিসেবে পড়া হয়।

(২) সূচক যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন তা নির্দেশ করে

ভিত্তির সংখ্যাটির কতগুলো একত্রে গুণ করা হয়।

যেমন, ৩ = ৩ × ৩ × ৩ × ৩ × ৩ = ২৪৩ । ভিত্তি ৩ কে ৫

বার পুনরাবৃত্তভাবে গুণ করা হয়, কারণ এখানে সূচক

৫ আর, ৩ হচ্ছে base (ভিত্তি), ৫ হচ্ছে exponent

(সূচক), ২৪৩ হচ্ছে power (শক্তি) বা আরও

সুনির্দিষ্টভাবে, ৫ম ঘাতে/শক্তিতে উন্নীত ৩ (3 raised

to the 5th power)

(৩) শূন্য সূচকঃ

যে কোন অশূন্য সংখ্যাকে শূন্যতম ঘাতে উন্নীত করলে

তার মান ১

যেমন- b0 = 1

এই ধরনের ঘাতের একটি ব্যাখ্যা হচ্ছে শূন্য উৎপাদক

বা শূন্য সংখ্যক উৎপাদকের গুণফল।

(৪) এক এর যে কোন শক্তির মান সর্বদা ১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!