জানার আছে অনেক কিছু: (পর্ব-১)

(১) কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।

(২) মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে হরমোন।

(৩) সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

(৪) একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।

(৫) দিন-রাত্রি সমান হয় নিরক্ষ রেখায়।

(৬) উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ২২ ডিসেম্বর।

(৭) প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ ঘণ্টা)।

(৮) Sylviculture  বলতে কি বুঝায় পুষ্প চাষ ।

(৯) মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।

(১০) ফাইটোপ্লাংটন হল ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ।

(১১) পুরুষ ব্যাঙই বর্ষাকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।

(১২) হাইব্রিড ধানের জনক প্রফেসর ইউয়েন লং পিং।

(১৩) হামিং বার্ড পাখি  পেছনের দিকে উড়তে পারে।

(১৪) চিতাবাঘ, বনগরু, শুশুক এগুলো বিলুপ্তপ্রায় প্রাণী।

(১৫) গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে।

(১৬) শব্দ দূষণের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে।

(১৭) টিকটিকি একসঙ্গে ৩০টি ডিম পাড়ে।

(১৮) মাছ চোখ খোলা রেখে ঘুমায়।

(১৯) একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না।

(২০) বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন নোয়াখালীতে অবস্থিত।

(২১) নাট্যমঞ্চে ধোঁয়া তৈরি করার জন্য ব্যবহৃত হয়

কার্বন ডাই অক্সাইড।

(২২) আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।

(২৩) কাচ আসলে বালু থেকে তৈরি।

(২৪) সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।

(২৫) আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।

(২৬) সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।

(২৭) অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।

(২৮) অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশি হাঙ্গর মারা পড়েছে।

(২৯) আপনার যদি একটা তারকা গুনতে ১  সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।

(৩০) একটি রক্তকণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!