বেসিক ইংলিশ (পর্ব-৬) Person (পুরুষ) এবং Person এর প্রকারভেদ

  Person (পুরুষ)

★★ Person (পুরুষ): Sentence বা বাক্যে যে কথা বলে, যার সঙ্গে বলা হয় এবং যার সম্পর্কে বলা হয়, তাকে person বা পুরুষ বলে।

                     ★★ Person বা পুরুষ তিন প্রকার। যথা-

1. First Person.

2. Second Person.

3. Third Person.

★★ First person (উত্তম পুরুষ): sentence বা বাক্যে যে কথা বলে, তাকে first person বলে।যেমন-

  • I do the sum.
  • We play football.

★★ Second person (মধ্যম পুরুষ): sentence বা বাক্যে যার সঙ্গে কথা বলা হয়, তাকে Second person বলে।যেমন-

  • you will take tea.
  • You will do the sum.

★★ Third person (নাম পুরুষ): sentence বা বাক্যে যার সম্পর্কে কথা বলা হয়, তাকে Third person বলে।যেমন-

  • He reads a book.
  • She sings a song.

                             PERSONAL PRONOUN (ব্যক্তিবাচক সর্বনাম)

PersonNumberGenderNominative    Case                     Objective    CasePossessive    CaseReflexive Pronoun 
পুরুষবচন  লিঙ্গকর্তৃকারককর্মকারকসম্বন্ধে বা অধিকারে  আত্মবাচক   সর্বনাম
অর্থে ‘মূল শব্দ’    থাকবে। অর্থে মূলশব্দের শেষে ‘কে’ থাকবে।অর্থে মূলশব্দের শেষে ‘র’ থাকবে।  নিজে বা  নিজেরা
 
 First(উত্তম)
Singular  All      I    আমি  Me আমাকে  My আমারMyselfআমি নিজে
Plural  All    We  আমরা  Usআমাদেরকে  Our আমাদেরOurselvesআমরা    নিজেরা    


Second (মধ্যম)
Singular  All    You    তুমি  You তোমাকে  Your  তোমারYourselfতুমি নিজে
Plural  All    You   তোমরা  Youতোমাদেরকে  Your তোমাদেরYourselvesতোমরা নিজেরা





 Third (নাম)


Singular
Masculine    He    সে  Him  তাকে  His  তারHimself সে নিজে
Feminine  She    সে  Her  তার  Her  তারHerself সে নিজে
Neuter    It   এটি  It এটিকে বা  একে  Its এটির বা এরItself এটি নিজে
Plural  All  They   তারাThem তাদেরকেTheir তাদেরThemselves  তারা নিজেরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!