বেসিক ইংলিশ (পর্ব-৫) Sentence(বাক্য), Subject বা উদ্দেশ্য, Predicate বা বিধেয়

★ Sentence(বাক্য): একটি sentence বা বাক্যের দুটি প্রধান অংশ থাকে। যথা-

  • Subject বা উদ্দেশ্য।
  • Predicate বা বিধেয়।

★ Subject: বাক্যে যার সম্পর্কে কোনাে কিছু বলা হয়, তাকে Subject বা উদ্দেশ্য বলে। যেমন-

  •  Anas is a good boy.
  • (আনাস একজন ভালাে ছেলে)

সহজ কথায়, বাক্যের কর্তাকেই উদ্দেশ্য বলা হয়। এখানে, আনাস সম্পর্কে বলা হয়েছে। সুতরাং আনাস হলাে Subject.

★ Predicate: sentence বা বাক্যে subject সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে predicate বলে।যেমন-

  • Anas is a good boy.
  • She is a Muslim.
  • Shafiq reads the book.

এখানে আনাস সম্পর্কে বলা হয়েছে, is a good boy; যা predicate বা বিধেয়।

★★ এসাে Subject ও Predicate নির্ণয় করি।

★ ইংরেজি বাক্য তৈরি করার structure বা কাঠামাে হলাে-

  • S =Subject বা কর্তা।
  • V =verb বা ক্রিয়া।
  • O =object বা কর্ম।
  • S+V+O = Sentence 

উদাহরণ: Muntaha goes to Madrasah.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!