বেসিক ইংলিশ (পর্ব-৪) Syllable (শব্দাংশ) এবং Syllable এর প্রকারভেদ

★ Syllable (শব্দাংশ): ইংরেজিতে একটি Word বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বলে।

যেমন:- Pen, Book, Man, Fan, Mother, Popular, ইত্যাদি।

★ Syllable চার প্রকার: যথা-

  • Mono-syllable
  • Di-syllable 
  • Tri-syllable
  • Poly-syllable

★ Mono-syllable (এক শব্দাংশ শব্দ): যে word একবারে উচ্চারণ করা যায়, তাকে Mono-syllable বলে।

যেমন:- Man, Pen, Fan, Book, Sun, Moon ইত্যাদি।

★ Di-syllable(দুই শব্দাংশ শব্দ): যে word দুই বারে উচ্চারণ করা যায়, তাকে Di-syllable বলে। যেমন:- Mo-ther, Fa-ther, Gram-mar, Pen-cil ইত্যাদি।

★ Tri-syllable (তিন শব্দাংশ শব্দ): যে word তিন বারে উচ্চারণ করা যায় তাকে Tri-syllable বলে।

Edu-ca-tion, Beau-ti-ful, Hos-pi-tal, No-vem-ber, Po-pu-lar ইত্যাদি।

★Poly-syllable(বহু শব্দাংশ শব্দ): যে word চার বা ততােধিক বারে উচ্চারণ করা যায়, তাকে Poly-syllable বলে। যেমন- Exa-mi-na-tion, Con-ver-sa-tion, In-tro-duc-tion ইত্যাদি।

★★ স্পোকেন ইংলিশ শিখুন টেন মিনিট স্কুলের ‘ঘরে বসে Spoken English’ কোর্সের সাহায্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!