বেসিক ইংলিশ (পর্ব-২) Capital Letters-এর ব্যবহার

                                   Capital Letters-এর ব্যবহার:

(ইংরেজিতে বড় হাতের অক্ষরের ব্যবহার)

১. প্রত্যেক ইংরেজি Sentence এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

  • He is a boy.
  • Salma sings a song.
  • The sky is blue.

২. ব্যক্তি, স্থান, সাগর, নদী, পর্বত, দিন, মাস অর্থাৎ, সকল proper noun এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

Karim, Halima, Chittagong, Dhaka, The Padma, The Everest, January, Monday.

৩. সংবাদপত্র, ধর্মীয় গ্রন্থ, ম্যাগাজিন ইত্যাদি নামের প্রথম অক্ষর Capital Letter হয়।

যেমন-

  • The Holy Quran.
  • The Daily Star.

৪. আল্লাহর নাম ও তাঁর সর্বনামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

  • Allah is Almighty. He creates us. He loves us.

৫. ইংরেজি কবিতার প্রত্যেক ছত্রের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

           One tow three four five.

           Once I caught a fish alive.

৬. I অর্থ ‘আমি’ এবং O অর্থ ‘ওহে’ হলে I এবং O বর্ণদ্বয় Capital Letter হয়। যেমন-

  • I go.
  • O, my dear friend.

৭. নামের প্রথম অক্ষর Capital Letter হয়।

যেমন- Kamal, Jamal, Sima ইত্যাদি।

৮. জাতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

  • The Bangladeshi
  • The Indian

৯. উৎসবের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

  • Eid-ul-Fitr
  • Eid-ul-Azha
  • Durga Puja

১০. ঐতিহাসিক ঘটনা, দ্বীপপুঞ্জের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন-

  • Independence war of Bangladesh (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ)
  • The Andaman’s (আন্দামান দ্বীপপুঞ্জ)

১১. সংক্ষিপ্ত বর্ণ। যেমন: LLB, PHD, MBBS ইত্যাদি।

১২. যে কোন দেশের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন- Bangladesh, India, Pakistan, America, Japan, Saudi Arabia ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!