বেসিক ইংলিশ (পর্ব-১) | ইংরেজি গ্রামারের আটটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা

★ Language (ভাষা): মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করে, তাকে Language বা ভাষা বলে।

★ English Language (ইংরেজি ভাষা): ইংরেজি জাতি যে ভাষায় কথা বলে,তাকেEnglish Language বা ইংরেজি ভাষা বলে।

★ Mother Language/Mother Tongue (মাতৃভাষা): শৈশবে মায়ের মুখে শুনে শুনে যে ভাষা শিখি ও মানুষের নিকট বলি তাকে Mother Language/Mother Tongue বা মাতৃভাষা বলে।

★ Sound (ধ্বনি): ভাষার সবচাইতে ছোট অংশকে ধ্বনি বলা হয়। 

   যেমন: A, B, C, D…ইত্যাদি মুখে উচ্চারণ করলে।

★ Letter(বর্ণ): Sound বা ধ্বনির লিখিত রূপকে Letter বা বর্ণ বলে।

যেমন: A, B, C, D…ইত্যাদি লিখলে।

★ Word (শব্দ): এক বা একাধিক Letter বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে। যেমন –

                 I = আমি।

                 A = একটি।

                 O = ওহে, হে।

p+e+n = pen = কলম।

B+o+o+k = Book = বই।

★ Sentence(বাক্য): কয়েকটি Word বা শব্দ পাশাপাশি বসে যখন একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে। যেমন-

  • I am a student.
  • Kamal eats rice.

★ Alphabet (বর্ণমালা): ইংরেজিতে মোট ২৬ টি বর্ণ আছে। এগুলোকে একত্রে Alphabet বা বর্ণমালা বলা হয়।

গঠন বা আকৃতির দিক থেকে Alphabet বা Letters দুই প্রকার। যথা-

(1) Capital Letters বা বড় হাতের বর্ণ।

(2) Small Letters বা ছোট হাতের বর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!