একনজরে বাংলাদেশের রাষ্ট্রপতিগণের তালিকা

একনজরে বাংলাদেশের রাষ্ট্রপতিগণের তালিকা:

০১। শেখ মুজিবুর রহমান : ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ মোট ২৭০ দিন।

০২। সৈয়দ নজরুল ইসলাম : ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ মোট ২৭০ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির)

০৩। আবু সাঈদ চৌধুরী : ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ মোট ১ বছর, ৩৪৬ দিন।

০৪। মোহাম্মদউল্লাহ : ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৭ জানুয়ারি ১৯৭৪ মোট ১ বছর, ৩৪ দিন। (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির)

০৫। মোহাম্মদউল্লাহ : ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ মোট ৩৬৩ দিন।

০৬। শেখ মুজিবুর রহমান : ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ মোট ২০২ দিন।

০৭। খন্দকার মোশতাক আহমেদ : ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ মোট ৮৩ দিন।

০৮। আবু সাদাত মোহাম্মদ সায়েম : ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭ মোট ১ বছর, ১৬৬ দিন।

০৯। জিয়াউর রহমান : ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১ মোট ৪ বছর, ৩৯ দিন।

১০। আবদুস সাত্তার : ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১ (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির)

১১। আবদুস সাত্তার : ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২ মোট ২৯৮ দিন।

পদ খালি (২৪ – ২৭ মার্চ ১৯৮২)

১২। আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী : ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩ মোট ১ বছর, ২৫৮ দিন।

১৩। হুসেইন মুহাম্মদ এরশাদ : ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ মোট ৬ বছর, ৩৬০ দিন।

১৪। শাহাবুদ্দিন আহমেদ : ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ১০ অক্টোবর ১৯৯১ মোট ৩০৮ দিন।

১৫। আবদুর রহমান বিশ্বাস : ১০ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬ মোট ৪ বছর, ৩৬৫ দিন।

১৬। শাহাবুদ্দিন আহমেদ : ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১ মোট ৫ বছর, ৩৬ দিন।

১৭। একিউএম বদরুদ্দোজা চৌধুরী : ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২ মোট ২১৯ দিন।

১৮। জমির উদ্দিন সরকার : ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ মোট ৭৭ দিন।

১৯। ইয়াজউদ্দিন আহম্মেদ : ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯ মোট ৬ বছর, ১৫৯ দিন।

২০। জিল্লুর রহমান : ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩ মোট ৪ বছর, ৩৬ দিন।

২১। আব্দুল হামিদ : ১৪ মার্চ ২০১৩ থেকে বর্তমান সময় পর্যন্ত।

২২। মো: সাহাবুদ্দিন : শপথ নেবেন ২৪ এপ্রিল ২০২৩। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!