এক নজরে বাংলা ভাষার ইতিহাসে যা কিছু প্রথম

একনজরে বাংলা ভাষার ইতিহাসে যা কিছু প্রথম

(১) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ- চর্যাপদ (রচনাকাল-৬৫০-১২০০)।

(২) বাংলা সাহিত্যে প্রাচীন যুগের প্রথম কবি- লুইপা।

(৩) বাংলা সাহিত্যে মধ্য যুগের প্রথম কবি- বড়ু চণ্ডীদাস।

(৪) বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল- আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভা।

(৫) বাংলা ভাষায় লৌকিক কাহিনির প্রথম রচয়িতা- দৌলত কাজী।

(৬) বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ হলো- বীরবলের হালখাতা (রচয়িতা- প্রমথ চৌধুরী)।

(৭) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ প্রথম প্রকাশিত হয়- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে (১৯১৬ সালে)।

(৮) বাংলা সাহিত্যে প্রথম মুসলমান পুঁতি সংগ্রহকারী কবি- আব্দুল করিম সাহিত্য বিশারদ ( জন্ম-১৮৭১; মৃত্যু- ১৯৫৩)।

(৯) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য’র রচয়িতা- ডঃ দীনেশচন্দ্র সেন।

(১০) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প- ভিখারিণী।

(১১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ( জন্ম- ১৮৬১; মৃত্যু- ১৯৪১ )।

(১২) বাংলা সাহিত্যের প্রথম একমাত্র নোবেল বিজয়ী- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

(১৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি ( রবীন্দ্রনাথ ঠাকুর )।

(১৪) বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান- ইউসুফ জোলেখা (প্রকাশকাল- পনের শতক)।

(১৫) বাংলা সাহিত্যে প্রথম ‘গীতিকবিতা’ রচনা করেন- বিহারীলাল চক্রবর্তী।

(১৬) বাংলা ভাষায় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- শাহ মুহাম্মদ ‍সগীর।

(১৭) বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ (কাব্য- জয়নবের চৌতিশ)।

(১৮) বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত (জন্ম-১৮১২; মৃত্যু-১৮৫৯)

(১৯) প্রথম বাংলা সংবাদপত্র- সমাচার দর্পণ (প্রকাশকাল- মে ১৮১৮)

(২০) বাংলা ভাষায় ‘রামায়ণ’ এর প্রথম অনুবাদক- কৃত্তিবাস ওঝা।

(২১) ঢাকায় নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র – মুখ ও মুখোশ।

(২২) বাংলা ভাষায় ‘রামায়ণ’ এর প্রথম মহিলা অনুবাদক- চন্দ্রাবতী।

(২৩) বাংলা ভাষায় ‘মহাভারত’ এর প্রথম অনুবাদক- কবীন্দ্র পরমেশ্বর।

(২৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প- দেনাপাওনা।

(২৫) বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

(২৬) আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম কাব্য- পদ্মিনী উপাখ্যান।

(২৭) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচয়িতা- মাইকেল মধুসধূন দত্ত।

(২৮) বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য যাকে কেন্দ্র করে রচনা করা হয়- শ্রী চৈতন্যদেব।

(২৯) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা- সংবাদ প্রভাকর।

(৩০) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

(৩১) বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী- পালামৌ।

(৩২) বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী রচয়িতা- সঞ্জীব চট্রোপাধ্যায়।

(৩৩) বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি প্রচলন করেন- অতুল প্রসাদ সেন।

(৩৪) প্রথম বাংলা নাটক অভিনীত হয়- বেঙ্গল থিয়েটারে (১৭৯৫ সালে )।

(৩৫) বাংলা সাহিত্যে প্রবাদ- প্রবচন ও ছন্দের ব্যবহার প্রথম পাওয়া যায়- চর্যাপদে।

(৩৬) ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- ১৮৬০ সালে।

(৩৭) ঢাকার প্রথম বাংলা ছাপাখানার নাম- বাংলা প্রেস (প্রতিষ্ঠাতা- সুন্দর মিত্র)।

(৩৮) বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি- মীননাথ বা মৎসেন্দ্রনাথ।

(৩৯) বাংলা ভাষার প্রথম মহাকবি- বড়ু চন্ডীদাস আনুমানিক (১৩১৭- ১৪৩৩)।

(৪০) দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি- ফকির গরীবুল্লাহ (অষ্টম শতক)।

(৪১) প্রাচীনতম বাঙালি মুসলমান কবি- শাহ মুহাম্মাদ সগীর (চতুর্দশ পষ্ণদশ শতক)।

(৪২) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী (অবাঙালী)- ম্যানুয়েল দ্য আস্সুম্প সাঁও (পর্তুগীজ পাদ্রি)।

(৪৩) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ- ‘Vocabulario en Idiomae Bengalla’e Portuguez’ (রচনা- ১৭৩৪, প্রকাশকাল- ১৭৪৩)।

(৪৪) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী (বাঙালি) রাজা রামমোহন রায়।

(৪৫) বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি – বিহারীলাল চক্রবর্তী।

(৪৬) বাংলা ভাষার প্রথম কাহিনিধর্মী গ্রন্থ রচনাকারী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বেতালপষ্ণবিংশতি)।

(৪৭) বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচয়িতা- প্রমথ চৌধুরী (ছদ্মনাম- বীরবল)।

(৪৮) বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ- বেদান্ত (রচয়িতা- রাজা রামমোহন রায়)।

(৪৯) মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নির্দশন- শ্রীকৃষ্ণকীর্তন।

(৫০) বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবধ কাব্য (প্রকাশকাল-১৮৬১)

(৫১) বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত (জন্ম-১৮২৪, মৃত্যু-১৮৭৩)।

(৫২) মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতা- কায়কোবাদ(জন্ম-১৮৫৭, মৃত্যু-১৯৫১)

(৫৩) বাংলা সাহিত্যের প্রথম প্রত্রকাব্য- বীরাঙ্গনা (প্রকাশকাল- ১৮৬২)।

(৫৪) বাংলা ভাষার প্রথম আধুনিক নাটক- শর্মিষ্ঠা (প্রকাশকাল- ১৮৫৯)।

(৫৫) বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার- মাইকেল মধুসূধন দত্ত।

(৫৬) বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটক- কীর্তিবিলাস (প্রকাশকাল-১৮৫২)।

(৫৭) বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী (প্রকাশকাল-১৮৬১)।

(৫৮) বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- মাইকেল মধুসূধন দত্ত।

(৫৯) বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন (চতুর্দশপদী কবিতাবলী) রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।

(৬০) বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি- পদ্মাবতী (প্রকাশকাল- ১৮৬০)।

(৬১) প্রথম বাংলা বর্ণের ধারনা দেন- স্যার উইলস কিনসন।

(৬২) বাংলা সাহিত্যে প্রথম চলতি রীতির ব্যবহারকারী- প্রমথ চৌধুরী (জন্ম-১৮৬৮, মৃত্যু-১৯৪৬)।

(৬৩) বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই- কথোপকথন (প্রকাশকাল- ১৮০১)।

(৬৪) বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বইয়ের রচয়িতা- উইলিয়াম কেরি।

(৬৫) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী/সাময়িক পত্র- দিকদর্শন (প্রকাশকাল- এপ্রিল/১৮১৮)।

(৬৬) বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক- ভদ্রার্জুন (প্রকাশকাল-১৮৫২)।

(৬৭) বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস- আলালের ঘরের দুলাল (প্রকাশকাল- ১৮৫৭)।

(৬৮) বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচয়িতা- প্যারীচাঁদ মিত্র (জন্ম-১৮১৪, মৃত্যু-১৮৮৩)।

(৬৯) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা-/ বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জন্ম-১৮৩৮ ,মৃত্যু-১৮৯৪)।

(৭০) বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক কবি- বিহারীলাল চক্রবর্তী (জন্ম-১৮৩৫, মৃত্যু-১৮৯৪)।

(৭১) বাংলা সাহিত্যে প্রথম বিজ্ঞানমনস্ক লেখক- অক্ষয় কুমার দত্ত (জন্ম-১৮২০, মৃত্যু-১৮৮৬)।

(৭২) প্রথম বাংলা সনের প্রবর্তক -সম্রাট আকবর।

(৭৩) বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক -একতলা দোতলা।

(৭৩) বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক -কাঠ-ঠোকরা (বুদ্ধদেব বসু)।

(৭৪) প্রথম বাংলা আধুনিক নাটক -শর্মিষ্ঠা।

(৭৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক রােমান্টিক উপন্যাস -কপালকুণ্ডলা (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।

(৭৬) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী ।

(৭৭) উপমহাদেশের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী।

(৭৮) বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক -স্বর্ণকুমারী দেবী।

(৭৯) বাংলায় পদাবলীর প্রথম কবি- চন্ডীদাস।

(৮০) বাংলা অক্ষরের নকশা প্রথম খোদাইকারী-  পঞ্চানন কর্মকার।

(৮১) কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি- মোজাম্মেল হক।

(৮২) বাংলা সাহিত্যের প্রথম আধুনিকবোধসম্পন্ন কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

(৮৩) পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি- ফকির গরীবুল্লাহ।

(৮৪) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার- মীর মশাররফ হোসেন।

(৮৫) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক- মীর মশাররফ হোসেন।

(৮৬) বাংলা ভাষার প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী- কাজী নজরুল ইসলাম।

(৮৭) বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্নের ব্যবহার করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

(৮৮) বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহার করেন- প্রমথ চৌধুরী।

(৮৯) বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনা করেন- নবীনচন্দ্র সেন।

(৯০) বাংলায় সর্বপ্রথম কুরআন শরীফের আংশিক অনুবাদক- মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া।

(৯১) বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক  (পূর্ণাঙ্গ)- ভাই গিরিশচন্দ্র সেন।

(৯২) ময়মনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক (সম্পাদক ও আবিষ্কারক)- ড. দীনেশচন্দ্র সেন।

(৯৩) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যকরণ- গৌড়ীয় ব্যাকরণ।

(৯৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস- কপালকুণ্ডলা।

(৯৫) ওয়েবসাইটে চালুকৃত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র- কখনো মেঘ কখনো বৃষ্টি।

(৯৬) বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

(৯৭) বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক- কুলীনকুল সর্বস্ব।

(৯৮) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য- পদ্মিনী উপাখ্যান।

(৯৯) বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য- শ্রী চৈতন্যভাগবত।

(১০০) বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই- কথোপকথন (১৮০১)

(১০১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার- মাইকেল মধুসূদন দত্ত।

(১০২) বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক রচনা করেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৩) বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৪) বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা করেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৫) বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচনা করেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৬) বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহারকারেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৭) বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করেন- মাইকেল মধুসূদন দত্ত।

(১০৮) বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি- ভারতচন্দ্র রায়গুণাকর।

(১০৯) দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার এর নাম → আইসাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!