এক নজরে কে কাকে কোন গ্রন্থ উৎসর্গ করেন

একনজরে কে কাকে কোন গ্রন্থ উৎসর্গ করেন?

❁ বসন্ত (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন

কাজী নজরুল ইসলামকে।

❁ তাসের দেশ (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ

করেন নেতাজী সুভাষ চন্দ্র বসুকে।

❁ কালের যাত্রা (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ

করেন শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।

❁ চার অধ্যায় (উপন্যাস)- রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ

করেন কারাবন্দীদের।

❁ সঞ্চিতা (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ

করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।

❁ ছায়ানট (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মুজাফফর ও কুতুবউদ্দিন আহমদকে।

❁ অগ্নিবীণা (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে।

❁ চিত্তনামা (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বাসন্তী দেবীকে।

❁ সর্বহারা (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ

করেন বিরজা সুন্দরী দেবীকে।

❁ সন্ধ্যা (গীত সংকলন)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনা ও বীর সেনাদেরকে।

❁ বিষের বাঁশি (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মাসুদা খাতুনকে।

❁ শর্মিষ্ঠা (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেন মহাকবি কালিদাসকে।

❁ তিলোত্তমাসম্ভব (কাব্য)- মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেন যতীন্দ্রমোহন বাগচীকে।

❁ মেঘনাদবধ (মহাকাব্য)- মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেন রাজা দিগম্বর মিত্রকে।

❁ ‘পূরবী’ কাব্য – রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!