একনজরে কে কাকে কী উপাধি দিয়েছিল

একনজরে কে কাকে কী উপাধি দিয়েছিল?

(১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে “ বিশ্বকবি ”

উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব

উপাধ্যায়।

(২) প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে “ বঙ্গবন্ধু ”

উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ তোফায়েল আহমেদ।

(৩) প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে “ ভোরের

পাখি ” উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

(৪) প্রশ্নঃ রাম মোহন রায়কে “ রাজা ” উপাধি

কে দিয়েছিলেন?

উত্তরঃ সম্রাট দ্বিতীয় আকবর (মোঘল বাদশা)

(৫) প্রশ্নঃ চিত্তরঞ্জন দাশকে “ দেশবন্ধু”

উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ বাংলার জনসাধারণ।

(৬) মুকুন্দরাম চক্রবর্তীকে “ কবিকঙ্কন” উপাধি

দিয়েছিলেন কে?

উত্তরঃ জমিদার রঘুনাথ রায়।

(৭) প্রশ্নঃ ভারতচন্দ্রকে “ রায়গুনাকর ” উপাধি

কে দিয়েছিলেন?

উত্তরঃ (নবদ্বীপের) রাজা কৃষ্ণচন্দ্র।

(৮) প্রশ্নঃ আব্দুল করিমকে “ সাহিত্য বিশারদ ”

উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)

(৯) প্রশ্নঃ আব্দুল করিমকে “ সাহিত্য সাগর ”

উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ নদীয়ার সাহিত্য সভা (১৯২০)

(১০) প্রশ্নঃ দেবেন্দ্রনাথ ঠাকুরকে “ মহর্ষি”

উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ ব্রাহ্ম সমাজ।

(১১) প্রশ্নঃ দীনেশ চন্দ্র সেনকে “ 

রায় বাহাদুর ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ ব্রিটিশ শাসিত ভারত সরকার।

(১২) প্রশ্নঃ গোলাম মোস্তফাকে “ কাব্য

সুধাকর ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ যশোর সাহিত্য পরিষদ।

(১৩) প্রশ্নঃ মালাধর বসুকে “ গুনরাজ খান ”

উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ শামসুদ্দীন ইউসুফ শাহ্।

(১৪) প্রশ্নঃ সুফিয়া কামালকে “ জননী

সাহসিকা ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ বাংলার মানুষ।

(১৫) প্রশ্নঃ ঈশ্বর চন্দ্র গুপ্তকে “ খাঁটি

বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(১৬) প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কে

“ বিদ্রোহী ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও

সাহিত্য জিজ্ঞাসা)

(১৭) প্রশ্নঃ গোবিন্দ দাসকে “ দ্বিতীয়

বিদ্যাপতি ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস ।

(১৮) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্রকে “ বিদ্যাসাগর”

উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ সংস্কৃত কলেজ।

(১৯) প্রশ্নঃ জীবনানন্দ দাশকে “ নির্জনতার

কবি ” উপাধি কে দিয়েছিলেন?

উত্তরঃ বুদ্ধদেব বসু।

(২০) প্রশ্নঃ ফয়জুন্নেসাকে ” নওয়াব ” উপাধি

কে দিয়েছিলেন?

উত্তরঃ ব্রিটিশ সরকার।

(২১) প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্রকে “ ডিফেন্স অব

বেঙ্গল” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ পাদ্রি লঙ।

(২২) প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে “ সাহিত্য সম্রাট ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ সাহিত্যের রসবোদ্ধারা।

(২৩) প্রশ্নঃ বসন্ত রঞ্জন রায়কে ”

বিদ্যাবল্লভ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ নবদ্বীপেরর ভুবনমোহন চতুস্পাঠীর অধ্যক্ষ।

(২৪) প্রশ্নঃ বিবেকানন্দকে “ স্বামী ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ ক্ষেত্রীর রাজা অজিত সিং।

(২৫) গিরিশচন্দ্র সেনকে “ভাই” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ ব্রাহ্মসমাজ।

(২৬) মোজাম্মেল হককে “কাব্যকন্ঠ” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ।

(২৭) সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে “ভাষাচার্য” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

(২৮) হরপ্রসাদকে “শাস্ত্রী” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ সংস্কৃত কলেজ।

(২৯) বিদ্যাপতিকে “কবিকণ্ঠহার” উপাধি দিয়েছিলেন কে?

উত্তরঃ রাজা শিভসিংহ।

(৩০) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ মাদার অব হিউমিনিটি” উপাধি দিয়েছেন কে?

উত্তরঃ ব্রিটিশ মিডিয়া।

(৩১) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ লেডি অব ঢাকা ” উপাধি দিয়েছেন কে?

উত্তরঃ যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বস ম্যাগাজিন।

(৩২) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ দক্ষিণ এশিয়ার স্তম্ভ” হিসেবে আখ্যায়িত করেছেন কে?

উত্তরঃ কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরী ক্লদ বিবেউ।

(৩৩) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ বিশ্ব মানবতার আলোকবর্তিকা ” উপাধিতে ভূষিত করেছেন কে?

উত্তরঃ নোবেল জয়ী কৈলাস সত্যার্থী।

(৩৪) শেখ হাসিনাকে “ জোয়ান অব আর্ক” উপাধিতে আখ্যায়িত করেছেন কে?

উত্তরঃ শ্রীলংকার গার্ডিয়ান।

(৩৫) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ বিশ্ব শান্তির দূত ” বলেছেন কে?

উত্তরঃ কলম্বিয়া বিশ্ব বিদ্যালয়ের পিস স্টাডিজ বিভাগের ৩ অধ্যাপক।

(৩৬) প্রশ্নঃ শেখ হাসিনাকে কে “ বিশ্বের নেতা” হিসেবে আখ্যায়িত করেছেন কে?

উত্তরঃ ভারতের ক্ষমতাসীন বিজেপির ভাইস প্রেসিডেন্ট, সংসদ সদস্য বিনয় প্রভাকর।

(৩৭) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ মানবিক বিশ্বের প্রধান নেতা” বলেছেন কে?

উত্তরঃ অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস নামক সংস্থা।

(৩৮) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ বিশ্ব মানবতার বিবেক ” হিসেবে আখ্যায়িত করেছে কে?

উত্তরঃ কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।

(৩৯) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ প্রাচ্যের নতুন তারকা ” বলেছেন কে?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস।

(৪০) প্রশ্নঃ শেখ হাসিনাকে “ বিরল মানবতাবাদী নেতা” উপাধি দিয়েছেন কে?

উত্তরঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

(৪১) প্রশ্নঃ শেখ হাসিনাকে “দেশরত্ন” বলেছেন কে?

উত্তরঃ সৈয়দ শামসুল হক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!