কবি সাহিত্যিকদের ছদ্মনাম

একনজরে কবি সাহিত্যিকদের ছদ্মনাম

প্রকৃত নাম- ছদ্মনাম

(১) প্রমথ চৌধুরী- বীরবল।

(২) মনিরুজ্জামান- হায়াৎ মাহমুদ।

(৩) বিমল কুমার ঘোষ- মৌমাছি।

(৪) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলা দেবী।

(৫) প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।

(৬) মঈনুদ্দিন আহমেদ- সেলিম আল দীন।

(৭) কাজেম আল কোরেশী- কায়কোবাদ।

(৮) মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।

(৯) অনন্ত বড়ু- বড়ু চন্ডীদাস।

(১০) কালীপ্রসন্ন সিংহ- হুতুম পেঁচা।

(১১) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়- যাযাবর।

(১২) চারুচন্দ্র মুখোপাধ্যায়- জরাসন্ধ।

(১৩) নীহাররঞ্জন গুপ্ত- বাণভট্ট।

(১৪) দীনেশ গঙ্গোপাধ্যায়- শ্রীভট্ট।

(১৫) সুভাষ মুখোপাধ্যায়- ফকির।

(১৬) সুভাষ মুখোপাধ্যায়- সুবচনী।

(১৭) তারাপদ রায়- গ্রন্থকীট।

(১৮) মধুসূদন মজুমদার- দৃষ্টিহীন।

(১৯) হরিনাথ মজুমদার- কাঙ্গাল হরিনাথ।

(২০) রাজশেখর বসু- পরশুরাম।

(২১) শেখ আজিজুর রহমান- শওকত ওসমান।

(২২) আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ- শহীদুল্লাহ কায়সার।

(২৩) আবদুল মান্নান সৈয়দ- অশোক সৈয়দ।

(২৪) রাজা রামমোহন রায়- শিবপ্রসাদ রায়।

(২৫) অহিদুর রেজা- হাসন রাজা।

(২৬) বিদ্যাপতি- মৈথিলী কোকিল।

(২৭) অন্নদাশঙ্কর রায়- লীলাময়।

(২৮) নির্মল সেন- অনিকেত।

(২৯) আবুল ফজল- শমসের উর আজাদ।

(৩০) সোমেন চন্দ্র- ইন্দ্রকুমার সোম।

(৩১) এস ওবায়দুল্লাহ- আসকার ইবনে শাইখ।

(৩২) আবুল হোসেন মিয়া- আবুল হাসান।

(৩৩) আবু জাফর শামসুদ্দিন- অল্পদর্শী।

(৩৪) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়- মানিক বন্দ্যোপাধ্যায়।

(৩৫) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়- হাবু শর্মা।

(৩৬) নারায়ণ গঙ্গোপাধ্যায়- সুনন্দ।

(৩৭) কালাচাঁদ ভাদুড়ী- কালাপাহাড়।

(৩৮) ঈশ্বরচন্দ্র গুপ্ত- ভ্ৰমণকারী বন্ধু।

(৩৯) বিজন ভট্টাচার্য- সহযাত্রী।

(৪০) সুভাষ মুখোপাধ্যায়- ঢোল গোবিন্দ।

(৪১) জীবনানন্দ দাস- শ্রী।

(৪২) প্রভাতকুমার মুখোপাধ্যায়- মুসাফির।

(৪৩) গোবিন্দচন্দ্র রায়- প্রবাসী।

(৪৪) দেবেশ রায়- বেদুইন।

(৪৫) মাইকেল মধুসূদন দত্ত- A Native (এ-নেটিভ)

(৪৬) অচিন্ত্যকুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।

(৪৭) বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।

        বলাইচাঁদ মুখোপাধ্যায়- লীলাবান।

(৪৮) মীর মশাররফ হোসেন- গাজী মিয়াঁ।

        মীর মশাররফ হোসেন- উদাসীন পথিক।

(৪৯) জসীম উদ্দীন- তুজম্বর আলি।

        জসীম উদ্দীন- জমির উদ্দিন মোল্লা।

(৫০) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- কস্যচিৎ উপযুক্ত ভাইপো।

        ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য।

(৫১) তারাপদ রায়- নক্ষত্র রায়।

        তারাপদ রায়- গ্রন্থকীট।

(৫২) সুভাষ মুখোপাধ্যায়- সুবচনী।

        সুভাষ মুখোপাধ্যায়- ঢোল গোবিন্দ।

(৫৩) সমরেশ বসু- ভ্রমর।

        সমরেশ বসু- কালকূট।

(৫৪) মোহিতলাল মজুমদার- কৃত্তিবাস ওঝা।

        মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাস।

(৫৫) প্রেমেন্দ্র মিত্র- কৃত্তিবাস ভদ্র।

        প্রেমেন্দ্র মিত্র- লেখরাজ সামন্ত।

(৫৬) সুবোধ ঘোষ- কালপুরুষ।

        সুবোধ ঘোষ- সুপান্থ।

(৫৭) মোহিতলাল মজুমদার- সত্য সুন্দর দাস।

        মোহিতলাল মজুমদার- চামার খায় আম।

(৫৮) শামসুর রহমান- মজলুম আবিদ।

        শামসুর রহমান- চক্ষুষ্মান।

        শামসুর রহমান- মৈনাক।

(৫৯) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলা দেবী।

        শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- শ্রীকান্ত শর্মা।

        শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনুপমা।

(৬০) শম্ভু মিত্র- শ্রীসঞ্জীব।

        শম্ভু মিত্র- প্রসাদ দত্ত।

        শম্ভু মিত্র- সুরঞ্জন চট্টোপাধ্যায়।

(৬১) কাজী নজরুল ইসলাম- ধুমকেতু।

        কাজী নজরুল ইসলাম- নুরু।

        কাজী নজরুল ইসলাম- নুরুল ইসলাম।

        কাজী নজরুল ইসলাম- ব্যাঙাচি।

(৬২) সুনীল গঙ্গোপাধ্যায়- সনাতন পাঠক।

        সুনীল গঙ্গোপাধ্যায়- নীল লোহিত।

        সুনীল গঙ্গোপাধ্যায়- নীল উপাধ্যায়।

        সুনীল গঙ্গোপাধ্যায়- সুজন পাঠক।

(৬৩) সৈয়দ মুজতবা আলি- প্রিয়দর্শী।

        সৈয়দ মুজতবা আলি- ওমর খৈয়াম।

        সৈয়দ মুজতবা আলি- সত্যপীর।

        সৈয়দ মুজতবা আলি- রায় পিথৌরা।

        সৈয়দ মুজতবা আলি- মুসাফির।

(৬৪) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- কমলাকান্ত।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- কমলাকান্ত চক্রবর্তী।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- রামচন্দ্র।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- শ্রী চ চ চ।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- শ্রীশ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- হরিদাস বৈরাগী।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- ভীষ্মদেব খোসনবিশ।

       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- দর্পনারায়ণ পতিতূন্ড।

(৬৫) রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ ঠাকুর।

        রবীন্দ্রনাথ ঠাকুর- শ্রীমতি কনিষ্ঠা।

        রবীন্দ্রনাথ ঠাকুর- শ্রীমতি মধ্যমা।

        রবীন্দ্রনাথ ঠাকুর- নবীন কিশোর শর্মন।

        রবীন্দ্রনাথ ঠাকুর- দিকশূন্য ভট্টাচার্য।

        রবীন্দ্রনাথ ঠাকুর- অকপটচন্দ্র ভাস্কর।

        রবীন্দ্রনাথ ঠাকুর- বানীবিনোদ বিদ্যাবিনোদ।

        রবীন্দ্রনাথ ঠাকুর- ষষ্ঠীচরণ দেব শর্মা।

        রবীন্দ্রনাথ ঠাকুর- আন্নাকালী পাকড়াশী।

        রবীন্দ্রনাথ ঠাকুর- চু তেন তান (চৈনিক ছদ্মনাম)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!