এক নজরে নিত্য পুরুষবাচক শব্দ

সংজ্ঞা (১) : নির্দিষ্ট কিছু শব্দ আছে যা স্ত্রীবাচক হয় না। এগুলো শুধু পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয়, এদের বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ।

সংজ্ঞা (২) : যে সকল পুরুষবাচক শব্দের লিঙ্গান্তর হয় না তাদের নিত্য পুরুষবাচক শব্দ বলে।

 যেমন- রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি, দলপতি,  কবিরাজ, কাজী, কাপুরুষ, ঢাকী, ঢাকি, কৃতদার, অকৃতদার, বামুন, পুরোহিত, জামাতা, কুস্তিগীর, যোদ্ধা , স্ত্রৈণ ইত্যাদি। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!