একনজরে নিপাতনে সিদ্ধ সন্ধি

একনজরে নিপাতনে সিদ্ধ সন্ধি।

নিপাতনে সিদ্ধ সন্ধি:কতকগুলি ব‍্যঞ্জন‌সন্ধি সূত্র অনুসারে হয় না। এই রূপ সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। নিচের সন্ধিগুলি নিপাতনে সিদ্ধ।এই গুলো মুখস্থ রাখুন ঠোঁটের আগায়।

হরি+চন্দ্র = হরিশ্চন্দ্র

পতৎ+অঞ্জলি = পতঞ্জলি

বন+পতি = বনস্পতি

তৎ+কর = তস্কর

দিব্+লোক = দ‍্যুলোক

আ+চর্য = আশ্চর্য

বৃহৎ+পতি = বৃহস্পতি

এক+দশ = একাদশ

পর+পর = পরস্পর

গাে+ অক্ষ = গবাক্ষ

ষট্ + দশ = ষােড়শ

অন্য+ অন্য = অন্যান্য

কুল+অটা = কুলটা

মার্ত + অণ্ড = মার্তণ্ড

মনস্+ঈষা = মনীষা

গো+পদ = গোষ্পদ

গো+য = গব্য

ষট্+দশ = ষোড়শ

এক+দশ = একাদশ

পর+পর = পরস্পর

নৌ+য = নাব্য

অক্ষ+ঊহিনী =অক্ষৌহিনী

শার+অজ্ঞ = শারজ্ঞ

গো+ইন্দ্র = গবেন্দ্র

স্ব+ঈর = স্বৈর

স্ব+ঈরনী = স্বৈরনী

শুদ্ধ+ওদন = শুদ্ধোদন

বিম্ব+ওষ্ঠ = বিম্বোষ্ঠ

প্র+ঊঢ় = প্রৌঢ়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!