একনজরে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস

একনজরে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস : যে বহুব্রীহি সমাস কোন নিয়মের অধীনে নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলা হয়। যেমন:-

দু দিকে অপ যার = দ্বীপ।

অন্তর্গত অপ যার = অন্তরীপ।

নরাকারের পশু যে = নরপশু।

জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত।

পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!