একনজরে নিত্য স্ত্রীবাচক শব্দ

একনজরে নিত্য স্ত্রীবাচক শব্দ

সংজ্ঞা: যে শব্দ গুলোর কোন পুরুষ বাচক রূপ নেই সেগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।

নিত্য স্ত্রীবাচক শব্দ: সতীন, সপত্নী, সৎমা, সধবা, বিধবা, বিমাতা, এয়ো, দাই, দাইমা, ডাইনি, পেতনি, বাইজি, শাঁখিনী, শাঁখচুন্নি, অর্ধাঙ্গিনী, কলঙ্কিনী,পোয়াতি, ললনা, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, সুজলা, সুফলা, সজনী,অসূর্যস্পর্শা, অরক্ষণীয়া, কুলটা, রূপসী, ধনি, প্রথমা, ষোড়শী, চতুর্দশী ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!