নিত্য সমাস:যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে।(অর্থাৎ,যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে বলে নিত্য সমাস। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।)
যেমন:
অন্য দেশ = দেশান্তর
অন্য গ্রাম = গ্রামান্তর
অন্য ধর্ম = ধর্মান্তর
অন্য গৃহ = গৃহান্তর
অন্য কাল = কালান্তর
অন্য স্থান = স্থানান্তর
ঈষৎ লাল = লালচে
কেবল দর্শন = দর্শনমাত্র
কেবল মাত্র = তন্মাত্র
সমস্তগ্রাম = গ্রামশুদ্ধ
ঈষৎ নীলবর্ণ = নীলাভ
ঈষৎ রক্তবর্ণ = আরক্ত
ঈষৎ রুগ্ন = রােগাটে
ঈষৎ কৃষ্ণ = কালচে
একটি কাপড় = কাপড়খানা
অনেক মানুষ = মানুষগুলো
বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়)সাপ=কালসাপ
তুমি আমি ও সে = আমরা
দুই এবং নব্বই = বিরানব্বই
দুগ্ধ ফেনার তুল্য = দুগ্ধফেননিভ
এরূপ: উপায়ান্তর,মাসান্তর,ধর্মান্তর,দিনান্তর, লোকান্তর,জন্মান্তর,যুগান্তর,ভাবান্তর ইত্যাদি।