একনজরে অপাদান কারক

একনজরে অপাদান কারক।

অপাদান কারক: যা থেকে কিছু উৎপন্ন,চলিত, নির্গত, নিঃসৃত, উত্থিত, পতিত,বিচ্যুত, গৃহীত, জাত,

বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। 

এই কারক নির্ণয়ের সূত্র: বাক্যানুসারে ‘কি থেকে’ বা ‘কিসের থেকে’ প্রশ্ন সাপক্ষে যদি উত্তর পাওয়া যায়, তবে তা অপাদান কারক হিসাবে বিবেচিত হবে।

★অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়।

★ক্রিয়াকে’কোথা থেকে’ বা ‘কি হতে’ অথবা ‘কি হতে বের হল’ প্রশ্নের উত্তরই অপাদান কারক।

★অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়।

★বাংলা ব্যাকরণে অপাদান কারক এসেছে পাণিনি’র অষ্টাধ্যায়ী অনুসরণে।

অপাদান কারক খুবই গুরুত্বপূর্ণ।প্রায় প্রতিটি পরীক্ষায় এই কারক থেকে প্রশ্ন আসে।তাই নিচের উদাহরণগুলো ভালোভাবে রপ্ত করতে হবে।

১. পাপ হইতে বিরত হও- অপাদানে ৫মী।

২. মেঘ থেকে বৃষ্টি পড়ে- অপাদানে ৫মী।

৩. তিল হইতে তৈল হয়- অপাদানে ৫মী।

৪. ছাদ থেকে পানি পড়ে- অপাদানে ৫মী।

৫. বিপদে মোরে রক্ষা করো- অপাদানে ৭মী।

৭. তিলে তৈল হয়-অপাদানে ৭মী।

৮. আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে-অপাদানে ৭মী।

৯. দুধে ছানা হয়-অপাদানে ৭মী।

১০.পাপে বিরত হও-অপাদানে ৭মী।

১১. কী ভয় মরণে-অপাদানে ৭মী।

১২. মনে পড়ে জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন-

অপাদানে শূন্য।

১৩.গাড়ি ঢাকা ছাড়ল- অপাদানে শূন্য।

১৪.বাবাকে বড্ড ভয় পাই- অপাদানে ২য়া।

১৫. চোরের ভয়ে ঘুম আসে না- অপাদানে ৬ষ্ঠী।

★★★আসুন এবার প্রশ্নোত্তরে চর্চা করি:-

১৬.গাছ থেকে পাতা পড়ে। (কোথা হতে পড়ে? গাছ থেকে): অপাদানে ৫মী।

১৭.শুক্তি থেকে মুক্তি মেলে। (কোথা হতে মুক্তি মেলে? শুক্তি থেকে) :অপাদানে ৫মী।

১৮.জমি থেকে ফসল পাই। (কোথা হতে ফসল পাই? জমি থেকে) :অপাদানে ৫মী।

১৯.দেশ থেকে হায়েনারা চলে গেছে। (কোথা হতে চলে গেছে? দেশ থেকে):অপাদানে ৫মী।

২০.বিপদ থেকে বাঁচাও। (কোথা হতে বাঁচাও? বিপদ হতে): অপাদানে ৫মী।

২১.বাঘকে ভয় পায় না কে? (কোথা হতে ভয় বের হয়? বাঘ হতে):অপাদানে ২য়া।

২২.মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন। (কোথা হতে পলায়ন? পাঠশালা হতে) :অপাদানে শূন্য।

২২.বাবাকে বড্ড ভয় পাই। (কোথা হতে ভয় বের হয়? বাবা হতে):অপাদানে ২য়া।

২৩.তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। (কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম ): অপাদানে ৫মী।

২৪.বিমান থেকে বোমা ফেলা হয়েছিলো। (কোথা হতে ফেলা হল? বিমান হতে):অপাদানে ৫মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!