একনজরে আলোকিত জ্ঞানী হওয়ার দশটি টিপস এন্ড ট্রিকস

“আলোকিত জ্ঞানী” হতে এই দশটি টিপস অনুসরন করুন।
১.আলোকিত জ্ঞানী অফিসিয়াল পেজ ফলো করা এবং যখন রেজিস্ট্রেশনের সময় হয় তখন রেজিস্ট্রেশন করে নেওয়া ।
২.রেজিস্ট্রেশন পরবর্তী সকল বাছাই পরিক্ষায় যথাযথ অংশগ্রহণ করা।
৩.জ্ঞান অর্জনের দিক থেকে কুরআনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, কোরআন থেকে সর্বাধিক প্রশ্ন থাকে।
৪.এরপর হাদিস, রাসুলের সিরাত, ইসলামের ইতিহাস এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট যেকোন ঘটনাবলী জেনে রাখা।
৫.মুসলিম বিশ্বের সকল গুরুত্বপূর্ণ খবর আয়ত্ত করে নেওয়া।
৬.বাংলাদেশসহ বিশ্বের যে সকল আপডেট খবর, বিশেষ করে ধর্ম সংশ্লিষ্ট সকল খবর জেনে রাখা।
৭.বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে “হতে চাই আলোকিত জ্ঞানী ” নামক বইটি ভালোভাবে পড়ে নেওয়া।
কেননা বাছাইপরীক্ষার অধিকাংশ প্রশ্ন-উত্তর এই বই থেকে কমন পাওয়া যায় ।
৮.মুসলীম দেশসমূহ সম্পর্কে যথেষ্ট তথ্য জেনে রাখা।
৯.এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহর কাছে বিষয়টি সহজ হওয়ার জন্য দোয়া করতে থাকা ।
১০.”আলোকিত জ্ঞানী’র জন্য নির্দিষ্ট কোন সিলেবাস নেই , নির্দিষ্ট কোনো বই নেই। তবে “হতে চাই আলোকিত জ্ঞানী” বইটি সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!