একনজরে আদর্শ পরিবার গঠনের ২৪ টি ইসলামিক টিপস 

ড. আ.ক.ম আব্দুল কাদের, প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আমরা সবাই চাই একটি আদর্শ পরিবার, একটি সুন্দর পরিপাটি পরিবার, যেখানে থাকবে সুস্থিত মজবুত ভালোবাসার অটুট বন্ধন, যেখানে সকলের মধ্যে থাকবে আত্মিক ও মানসিক তৃপ্তি ও প্রশান্তি। যেখানে সন্তান সন্ততি গড়ে উঠবে এবং বড় হবে একটি কালজয়ী আদর্শের উপর।  কিন্তু এই ধরনের পরিবার তো আর রেডিমেইড পাওয়া যাবে না। এটি পেতে হলে দরকার হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নিরন্তর প্রচেষ্টা। এই প্রচেষ্টা পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় এখানে সংক্ষেপে আলোচনা করা হলো।

(১) একজন আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা।

(২) আদর্শ সন্তান সন্ততির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা।

(৩) সন্তানদের জন্য সুন্দর নাম নির্বাচন করা।

(৪) ধর্মীয় নির্দেশনা অনুযায়ী আযান, আকীকা ইত্যাদির ব্যবস্থা করা।

(৫) সন্তানদের সুন্দর নামে ডাকা, মন্দ নামে না ডাকা।

(৬) সন্তানদের অযথা বকাঝকা না করা।

(৭) পাড়ার ভালো ছেলে মেয়েদের সাথে মিশতে দেওয়া, মন্দ ছেলে মেয়েদের থেকে দূরে রাখা।

(৮) কোন ভুল করলে আন্তরিকতার সাথে তা সংশোধন করে দেওয়া, যাতে তারা বুঝতে পারে যে সবাই তার কল্যাণকামী।

(৯) সকল সন্তানকে সমান দৃষ্টিতে দেখা, কারো প্রতি বিশেষ কোন পক্ষপাতিত্ব না করা।

(১০) বাল্য বয়স থেকে তাদের শেখানো যে, মা বাবার কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না।

(১১) মা বাবা কোন ধরনের অশালীন পোশাক পরবেন না।

(১২) একটু বয়স হলে সন্তানদের আলাদা ঘুমানোর ব্যবস্থা করা।

(১৩) সন্তানদের হৃদয়ে ঈমান ও ইসলামের ভিত্তি সুদৃঢ় করার উদ্যোগ গ্রহণ করা।

(১৪) সন্তানদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করা।

(১৫) সন্তানদের সদা ভালো কাজে উৎসাহিত করা।

(১৬) ছোট বয়স থেকেই সন্তানদেরকে কুরআন ও হাদীসের সাথে সম্পর্ক সৃষ্টি করার উদ্যোগ নেওয়া।

(১৭) আকীদা ও আমলের দিক দিয়ে সন্তানদেরকে পুত পবিত্র করে তোলা।

(১৮) মিথ্যা, প্রতারণা, ধোকাবাজী ইত্যাদি মন্দ দিকগুলো তাদের সামনে তুলে ধরে সেগুলো থেকে দূরে রাখার চেষ্টা করা।

(১৯) বাল্যকাল থেকে সন্তানদেরকে হালাল হারামের সাথে পরিচয় করিয়ে দেওয়া।

(২০) মা বাবাসহ সমাজের অন্যান্য সকলের অধিকারের সাথে পরিচয় করিয়ে দেওয়া।

(২১) বড়দের সালাম ও সম্মান জানানো এবং ছোটদের স্নেহ করার তালিম দেওয়া।

(২২) সময়ের সদ্ব্যবহার কীভাবে করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া।

(২৩) মোবাইল ফোনের অপব্যবহার যেন না হয় সেই দিকে কঠোর নজরদারি করা।

(২৪) ছোটবেলা থেকেই সন্তানদেরকে ইসলামী সাহিত্য- সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!