একনজরে ” ধ্বনিতত্ত্ব”।
(১) ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। (২) ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। (৩) ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। (৪) স্বরযন্ত্র মানবদেহে শব্দ উৎপন্ন করে। (৫) বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। (৬) মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার। যথা- মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ। (৭) পূর্ণমাত্রার বর্ণ- ৩২ টি। …