একনজরে ফ্রিজে খাবার সংরক্ষণের নিয়ম
(১) শাকসবজি কিংবা ফলমূল সবকিছুই ভাল মতো ধুয়ে এবং পানি ঝড়িয়ে ফ্রিজে রাখুন। তাহলে ফ্রিজে গন্ধ হবে না। (২)কাঁচা সব্জি প্যাকেটে মুড়ে না রাখলে তার থেকে আর্দ্রতা চলে যায়। ফলে সবজি শুকিয়ে যায়।তাই পলিথিন ব্যাগে রাখুন। (৩) ডিপ-ফ্রিজে ফল বা তরকারি রাখা উচিত নয়। এতে স্বাদ নষ্ট হয়ে যায়। (৪) গরম খাবার কখনও ফ্রিজে রাখবেন …