একনজরে নিপাতনে সিদ্ধ সন্ধি।
নিপাতনে সিদ্ধ সন্ধি:কতকগুলি ব্যঞ্জনসন্ধি সূত্র অনুসারে হয় না। এই রূপ সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। নিচের সন্ধিগুলি নিপাতনে সিদ্ধ।এই গুলো মুখস্থ রাখুন ঠোঁটের আগায়। হরি+চন্দ্র = হরিশ্চন্দ্র পতৎ+অঞ্জলি = পতঞ্জলি বন+পতি = বনস্পতি তৎ+কর = তস্কর দিব্+লোক = দ্যুলোক আ+চর্য = আশ্চর্য বৃহৎ+পতি = বৃহস্পতি এক+দশ = একাদশ পর+পর = পরস্পর গাে+ অক্ষ = …