ধর্মের বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ডিবেট করা কাম্য নয়!!

ধর্মের বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ডিবেট করা কাম্য নয়!!

লেখক: ড. আহমদ আলী 

এতে কোনো সন্দেহ নেই যে,  ধর্মের যে বিষয়গুলো নিয়ে আলিমদের মধ্যে মতপার্থক্য রয়েছে- সেসব ক্ষেত্রে বিতর্ক  করে কখনো সত্য প্রতিষ্ঠা করা যায় না। কারণ, 

প্রথমত বিতর্কের ক্ষেত্রে কারো উদ্দেশ্য সাধারণত সত্যের অনুসন্ধান থাকে না; বরং প্রত্যেকের একান্ত উদ্দেশ্য থাকে নিজের মতকেই প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে ঘায়েল করা। 

দ্বিতীয়ত, তর্কবিবাদের ক্ষেত্রে বাচাল ও যুক্তিবাদী লোকগুলো অনেক সময় কথা ও বুদ্ধির জোরে জিতে যায়, যদিও সত্য তাদের পক্ষ না থাকে।

কাজেই ধর্মীয় বিষয়গুলো নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া শোভনীয় নয়। এ কারণে উম্মতের সর্বশ্রদ্ধেয় নির্ভরযোগ্য আলিমগণ যথাসাধ্য অত্যন্ত সতর্কভাবে নিজেদের মধ্যে  বিতর্ক এড়িয়ে চলেন। ইমাম আবূ হানীফা (রাহ.) বলেন,  المنازعة في الدين بدعة-“দীনের বিষয়ে তর্ক-বিবাদ করা বিদ‘আত।”

আমরা জানি, ইমাম আবু হানীফা (রাহ.) ছিলেন বিতর্কে অত্যন্ত পারদর্শী এবং বিচক্ষণ বিতর্ককারীদের একজন। যারা সত্য ও হককে প্রতিষ্ঠিত করার জন্য বিতর্ক করতেন তিনি ছিলেন তাদের অন্যতম ও বিখ্যাত; কিন্তু তিনি তাঁর ছেলে হাম্মাদ (রাহ.)কে বিতর্ক করতে নিষেধ করেন। তখন তাঁর ছেলে তাঁকে বলেন, “আপনাকে আমি বিতর্ক করতে দেখছি, অথচ আপনি আমাদের না করছেন! উত্তরে তিনি বলেন, 

“আমরা যখন বিতর্ক করতাম, তখন আমাদের প্রতিপক্ষের পদস্খলন ঘটতে পারে- এ আশঙ্কায় এমন করে বসতাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। আর বর্তমানে তোমরা বিতর্ক করো আর চাও যে, তোমাদের প্রতিপক্ষের পদস্খলন ঘটুক। অনন্তর যে ব্যক্তি তার প্রতিপক্ষের পদস্খলন কামনা করে, প্রকারান্তরে সে তার কুফরি কামনা করলো। আর যে ব্যক্তি তার প্রতিপক্ষের কুফরি কামনা করলো, তাহলে সে প্রতিপক্ষের কুফরিতে লিপ্ত হওয়ার আগে নিজেই কুফরীতে লিপ্ত হলো।”

বিভিন্ন হাদীসেও বিতর্ক পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাসূলুল্লাহ (সা.) বলেন, اَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِى رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَاِنْ كَانَ مُحِقًّا-“আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের আশেপাশে একটি ঘরের যিম্মাদার, যে বিতর্ক পরিহার করে চলে, যদিও সে সত্যাবলম্বী হয়।” (আবূ দাউদ) 

সাইয়িদুনা ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রা.) বলেন, ولن يصيب رجل حقيقة الإيمان حتى يترك المراء، وهو يعلم أنَّه صادق-“কারো পক্ষে কখনোই ঈমানের প্রকৃত মর্ম উপলব্ধি করা সম্ভব নয়, যে যাবত না সে বিতর্ক ছেড়ে দেয়, অথচ সে জানে যে, সে সত্যবাদী।” (আহমদ, আয যুহদ) 

সাইয়িদুনা মুসলিম ইবনু ইয়াসার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, اِيَّاكُمْ وَالْمِرَاءَ فَاِنَّهَا سَاعَةُ جَهْلِ الْعَالِمِ وَبِهَا يَبْتَغِي الشَّيْطَانُ زَلَّتَهُ -“তোমরা বিতর্ক থেকে বেঁচে থাকো। কারণ, বিতর্ক হলো আলিমের অবিবেচকতার মুহূর্ত। এর মাধ্যমে শয়তান তার পদস্খলন কামনা করে।” (দারিমী) 

আরো বিস্তারিত জানার জন্য পডুন, আমার ‘প্রকৃত আলিমের সন্ধানে’ (পৃ. ১৮২-১৮৫)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!